দাম কমলো ডলারের

নিজস্ব প্রতিবেদক : মার্কিন ডলারের দাম আরও বাড়তে পারে- এমন প্রত্যাশায় দেশে যারা মজুদ করেছিল তাদের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে দাম কমার খবর।

বৃহস্পতিবার থেকে প্রবাসী ও রপ্তানি আয়ের ডলারের দাম ৫০ পয়সা কমিয়ে ১১০ টাকা এবং আমদানিকারকদের জন্যও ৫০ পয়সা কমিয়ে ১১০ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এক সভায় ডলারের দাম কমানোর সিদ্ধান্ত নেয়।

বাফেদা ও এবিবি নেতারা মনে করছেন, ডলারের দাম কৃত্রিমভাবে ধরে রেখে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। আমদানিতে ডলারের বাড়তি দামের ফলে নিত্যপণ্যের দাম বাড়ছে। আর এর ফলেই কমছে না মূল্যস্ফীতির পারদ।

বাফেদা এবং এবিবির সদস্যরা সবাই এই সিদ্ধান্ত মেনে আমদানি ব্যয় মেটাবেন বলে জানিয়েছেন বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আফজাল করিম। তিনি বলেন, ‘ডলার দাম বাড়া কমার যে বিষয়টা বাজারে আমরা দেখি সেটা অনেকটাই কৃত্রিম।’

চলতি হিসাবে বর্তমানে ঘাটতি না থাকার কারণেই ডলারের দাম ৫০ পয়সা করে কমানো হয়েছে বলে জানান তিনি।