ট্রাক চাপায় অটোরিক্সার ৬ যাত্রী নিহত
টুইট ডেস্ক: নরসিংদীতে ট্রাক চাপায় সিএনজিচালিত আটোরিক্সার চালকসহ ৬ জন নিহত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ইটাখোলা-কটিয়াদী সড়কের নরসিংদীর শিবপুর উপজেলার পঁচারবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের কারোই পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিবপুর থেকে সিএনজিচালিত অটোরিক্সাটি নারী-পুরুষসহ পাঁচজন যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সিএনজিটি শিবপুর উপজেলার পঁচরাবাড়ী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিক্সাটি ধুমরে মুচরে গিয়ে ঘটনাস্থলেই চালক ও পাঁচ যাত্রীসহ ৬ জনের মৃত্যু হয়। খবর পেয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন, জানান পঁচারবাড়ী এলাকায় দুর্ঘটনায় সিএনজিরচালক ও যাত্রীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে কারোই পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পরে বিস্তারিত বলা যাবে বলে জানান ওসি।