বৈষম্যের শিকার চিকিৎসকরাই পদায়নে অগ্রাধিকার পাবেন : স্বাস্থ্য ডিজি

টুইট ডেস্ক : স্বৈরাচার সরকারের শাসনামলে বৈষম্যের শিকার চিকিৎসকরাই পদায়নের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবু জাফর।

বুধবার (২৩ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, নানা সমস্যায় জর্জরিত স্বাস্থ্য খাত। এ খাত এমন পর্যায়ে এসেছে যে এখন সংস্কার প্রায় অসম্ভব। এটাকে ভেঙে পুনরায় ঢেলে সাজাতে হবে। আমি গত কিছুদিন হলো দায়িত্ব নিয়েছি, আমি চেষ্টা করব স্বৈরাচার সরকারের শাসনামলে বৈষম্যের শিকার চিকিৎসকরাই যেন পদায়নে অগ্রাধিকার পায়।

এর আগে গত ১৯ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক চিকিৎসা অবস্থা সম্পর্কে অবগত হন। এসময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও অন্য কর্মকর্তাদের সঙ্গেও আহতদের স্বাস্থ্য অবস্থা নিয়ে আলোচনা করেন।

এসময় স্বাস্থ্য মহাপরিচালকের সঙ্গে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), পরিচালক (হাসপাতাল) স্বাস্থ্য অধিদপ্তর, পরিচালক নিটোরসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।