যুদ্ধবিরতি শুরু বৃহস্পতিবার সকাল ১০টা থেকে: ইসরায়েল
বিশ্ব ডেস্ক : ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে বলে বুধবার সিএনএনকে জানিয়েছেন ইসরায়েলি এক কর্মকর্তা। একই তথ্য আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে হামাসের কর্মকর্তা মুসা আবু মারজুক চুক্তি কার্যকরের এই সময়ের কথা জানিয়েছেন।
এই বিরতি ১০ দিন পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভবনা রয়েছে কিন্তু এর বেশি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।
ইসরায়েলের ওই কর্মকর্তা বলেছেন, ‘হামাস-ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হবে। গাজায় বন্দী ৫০ জিম্মির মুক্তি ও চারদিনের যুদ্ধবিরতির শর্তে ইসরায়েল এক চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয়ার পর হামাসের পক্ষ থেকে চুক্তিটি কার্যকরের জন্য এই সময়ের কথা জানানো হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে ইসরায়েলিদের হত্যা এবং ২৪০ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রেখেছে হামাসের যোদ্ধারা। ওই দিন শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের হামলায় গাজায় ১৪ হাজারের বেশি প্যালেস্টেনিয়ানের প্রাণহানি ঘটেছে। আর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ২০০ জনের বেশি।