অটোরিক্সা চালক হত্যার আসামী সিরাজগঞ্জে আটক

টুইট ডেস্ক : শেরপুরের শ্রীবরদীর থানার গিলাগাছায় অটোরিক্সা চালক শহিদ মিয়া চাঞ্চল্যকর হত্যা মামলার ক্লুলেস আসামী সিরাজগঞ্জ শহরের ধানবান্দী থেকে র‍্যাবের হাতে আটক হয়েছে। আটক সৌরভ আলী (২৮) শেরপুরের নালিতাবাড়ী থানার বেকীকুড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।

র‍্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গত ২৬ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেরপুরের শ্রীবরদী থানার উত্তর গিলাগাছা এলাকায় দুষ্কৃতকারীরা পূর্ব পরিকল্পিতভাবে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক শহিদ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও গলায় গামছা দিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ধান ক্ষেতে ফেলে অটোরিক্সার ৫টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের পিতা অলি মামুদ বাদী হয়ে গত ১ অক্টোবর শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‍্যাব-১২ এর অধিনায়ক কামরুজ্জামান পিপিএম এর দিক নির্দেশনায় শনিবার ভোর রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি অভিযানিক দল সিরাজগঞ্জ শহরের ধানবান্দীতে অভিযান চালায়। তখন চাঞ্চল্যকর ক্লুলেস মামলার অন্যতম আসামি সৌরভ আলীকে গ্রেপ্তার করে।

শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামীকে শেরপুরের শ্রীবরদী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তরে উদ্যোগ নেয়া হয়।