ভালো খেলেও জয় পেল না বাংলাদেশ
খেলা ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-লেবাননের ম্যাচে বোঝাই যায়নি লেবানন র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। কিংস অ্যারেনায় পুরো ৯০ মিনিট সমানতালে লড়ে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
তবে আফসোস ভালো খেলেও জয় পেল না মোরসালিনরা। তবুও এই এক পয়েন্টই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি।
গোল মিসের মহড়ায় ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে বরং পিছিয়েই পড়েছিল। ৬৭ মিনিটে লেবাননকে এগিয়ে দেন মাজেদ উসমান। তবে সেই গোল শোধ করতে খুব একটা সময় নেয়নি স্বাগতিকরা।
ম্যাচটিতে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল তরুণ স্ট্রাইকার মোরসালিনের গোল। ৭৩ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে বল জালে জড়ান তিনি।
লেবাননের বিপক্ষে বাংলাদেশ এ নিয়ে চারবার মুখোমুখি হলো। চার ম্যাচের মধ্যে বাংলাদেশ এক জয়, এক ড্র আর দুই বার হেরেছে। হোম ম্যাচে বাংলাদেশ লেবাননের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখল।
২০১১ সালে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ০-২ গোলে জিতেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই ম্যাচ বৃষ্টিতে কাঁদাময় ছিল।
মঙ্গলবার কিংস অ্যারেনা থেকেও বাংলাদেশ কিছু সুবিধা পেয়েছে মাঠের দিক থেকে। কেননা কিংস অ্যারেনায় বাংলাদেশ জাতীয় দল এ নিয়ে চারটি ম্যাচ খেলেছে। চার ম্যাচের একটিতেও হারেনি।