আজও আশুলিয়ার ৫৫ কারখানা বন্ধ
টুইট ডেস্ক: শিল্পাঞ্চল আশুলিয়ার ৫৫টি কারখানার উৎপাদন আজও বন্ধ রয়েছে। তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। সেসব কারখানায় উৎপাদন চলছে।
শিল্প পুলিশ জানিয়েছে, খোলা কারখানাগুলোতে শ্রমিকরা মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮ থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধি ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করে।
শ্রমিক বিক্ষোভে মুখে আজও অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ৪৬টি কারখানা। অপরদিকে ৯টি কারখানায় সাধারণ ছুটি দেয়া রয়েছে।
এদিকে, আশুলিয়ার শিল্পাঞ্চলের নিরাপত্তায় র্যাব, পুলিশের পাশপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।