ইসরায়েলের আফুলা ও হাইফা বিমানঘাঁটিতে মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ
টুইট ডেস্ক: তেলআবিবের হামলার পাল্টা জবাবে ইসরায়েলের বিমানঘাঁটিতে মিসাইল হামলার দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, তারা ইসরায়েলের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।
হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলের আফুলার মেগিদ্দো বিমনাঘাঁটিতে দুটি মিসাইল আঘাত হেনেছে। বন্দরনগরী হাইফার রমত ডেভিড এয়ারবেস ও অ্যামোস ঘাঁটিতে আঘাত হেনেছে তাদের ছোড়া মিসাইল। এছাড়া দক্ষিণ সীমান্তের ৩৭ মাইল দূরে অবস্থিত বিস্ফোরক কারখানা ঝিকন ইয়াকভে হামলা চালিয়েছে তারা।
স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯২ জন। যাদের মধ্যে ৩৫জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৬৪৫ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লেবাননে হিজবুল্লাহর প্রায় ১৩০০টি লক্ষ্যবস্তুতে সাড়ে ছয়শোটিরও বেশি হামলা চালিয়েছে তেলআবিব। এর জেরেই ইসরায়েলে বিমানঘাঁটিতে মিসাইল হামলার দাবি করলো হিজবুল্লাহ।