মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ : বিএনপি
টুইট ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান । এ সময় মির্জা আব্বাসের স্ত্রী ও সন্তানরা বাসায় ছিল বলে জানা গিয়েছে।
বিবৃতিতে শামসুদ্দিন দিদার বলেন একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে পর পর দুটি ককটেল ছোড়ে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। আরেকটি ককটেল অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপের বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান জানান বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল বিস্ফোরণের একটি সংবাদ পাওয়া গেছে। বিষয়টি খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় শাহজাহানপুর থানায় করা মামলায় ৩১ অক্টোবর গ্রেপ্তার হন মির্জা আব্বাস। তিনি কারাগারে রয়েছেন। সুত্র : প্রথম আলো