রংপুর এক্সপ্রেস টাঙ্গাইলে লাইনচ্যুত

টুইট ডেস্ক : টাঙ্গাইলে একটি আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর জনপদের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস মঙ্গলবার ভোরে টাঙ্গাইল সদর উপজেলার বেতর তারাবাড়ি এলাকায় দুর্ঘটনায় পড়ে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম জানান, ভোররাতে তার স্টেশনে বিরতি দিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় রংপুর এক্সপ্রেস। সদর উপজেলার বেতর (তারাবাড়ি) এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের পাশে লাগেজবাহী বগিটি লাইনচ্যুত হয়। ফলে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।

টাঙ্গাইল রেল পুলিশের এসআই আকবর হোসেন বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়।

ওই দুর্ঘটনার পর টাঙ্গাইল থেকে কমিউটার ট্রেন এনে তাতে রংপুর এক্সপ্রেসের যাত্রীদের তোলা হয়। সকাল ৭টা ২০ মিনিটে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে টাঙ্গাইল থানার ওসি আবু ছালাম মিয়া জানান।