রাজধানীতে হরতাল সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার রাজধানীর কয়েকটি এলাকায় বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখানের জন্য বিএনপির হরতালে ঝটিকা মিছিল করা হয়েছে। হরতালের দ্বিতীয় দিনে বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজার ও দয়াগঞ্জে মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।
হরতালের সমর্থনে এ মিছিলে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, আমাদের আন্দোলন সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের বিরুদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধ সরকার মসনদ আর ধরে রাখতে পারবে না।
অপরদিকে হরতালের সমর্থনে আজ মিছিল করেছেন ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। তাঁরা মিছিলের সময় করা সংক্ষিপ্ত সমাবেশে বলেন, আগের মতো প্রহসনের নির্বাচন করলে জনগণকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে।