নামছে পানি, বাড়ছে রোগবালাই
টুইট ডেস্ক: বন্যার পানি নামার ধীরগতির কারণে মানুষের ভোগান্তি কমছেই না। উল্টো দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগবালাই।
বন্যা কবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট সর্বত্র। পানি কমার সঙ্গে সঙ্গে বাড়িঘর, রাস্তাঘাটে ভেসে উঠছে ময়লা-আবর্জনা। ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। মানুষ আক্রান্ত হচ্ছে পানিবাহিত নানা রোগে।
খোঁজ নিয়ে জানা গেছে, আক্রান্তদের বেশির ভাগই শিশু। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে অনেকে। পাশাপাশি বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে অনেক রোগী।
লক্ষ্মীপুরের নিচু এলাকাগুলোর কোথাও কোথাও এখনও কোমর সমান পানি। তলিয়ে আছে ঘরবাড়ি-সড়ক। ভোগান্তি কমাতে দ্রুত অবৈধ বাঁধ অপসারণের দাবি তাদের।
নোয়াখালীর ৫ উপজেলার অনেক এলাকা এখনও বন্যার পানিতে ভাসছে। কুমিল্লায় কয়েক লাখ মানুষ পানিবন্দি। ডুবে রয়েছে ফসলের ক্ষেত-সড়ক।
তবে, যেসব এলাকায় পুরোপুরি পানি নেমেছে, সেখানকার বাসিন্দারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন।