বাবাসহ আদালতে দুই শিক্ষক-শিক্ষার্থীকে গুলি করে হত্যাকারী কিশোর

টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়ার স্কুলে হামলাকারী কিশোরকে বাবাসহ আদালতে হাজির করা হয়েছে। দু’জনের বিরুদ্ধেই হয়েছে চারটি করে মামলা।

শনিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মামলার প্রধাণ আসামি ১৪ বছর বয়সী কোল্ট গ্রে এবং তার বাবা ৫৪ বছর বয়সী কলিন গ্রে। গত বুধবার, নিজের স্কুলেই, বন্দুক নিয়ে হামলা চালায় কিশোর কোল্ট গ্রে। তার ছোড়া গুলিতে নিহত হয় দুই শিক্ষক ও দুই শিক্ষার্থী।

সেদিন-ই আটক করা হয় কোল্টকে। তার বাবা কলিন গ্রের নামে লাইসেন্সকৃত ‘এআর-১৫’ মডেলের রাইফেল ব্যবহার করেছিলো কোল্ট। ছেলেকে অস্ত্র দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয় ৫৪ বছর বয়সী কলিনকে-ও।

স্থানীয় সময় শুক্রবার, আদালতে বাবা-ছেলের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান বিচারক। মামলার কার্যক্রম চলাকালে দু’জনকেই রাখা হবে পুলিশি হেফাজতে। হত্যার অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন সাজা হতে পারে কোল্টের।