বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
টুইট ডেস্ক: বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তারা বাসটির যাত্রী বলে জানা গেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতুর ১৩ নং পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই যানটির তিন যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি আব্দুল কাদের জিলানী।