বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট

টুইট ডেস্ক: বন্যাকবলিত এলাকা থেকে ধীরগতিতে নামছে পানি। তবে মানুষের দুর্ভোগ কমেনি। এখন সেখানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট।

লক্ষ্মীপুরে খুব ধীরগতিতে নামছে বানের জল। ৫ উপজেলার মানুষ এখনও পানিবন্দি। সেখানে ক্ষতচিহ্ন স্পষ্ট হতে শুরু করেছে। বিশুদ্ধ পানি ও খাবারের সংকট প্রকট হয়েছে কবলিত এলাকায়। এতে চরম ভোগান্তিতে রয়েছেন ১০ লাখ বানভাসি।

ফেনীতে এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। জেলাটিতে প্রাণ হারিয়েছেন ২৮ জন। পানিবন্দি প্রায় ৫ লাখ মানুষ। যারা ঘরবাড়িতে ফিরেছেন, তারা মেরামতে ব্যস্ত। ঘুরে দাঁড়াবার চেষ্টা চলছে তাদের। সরকারি-বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হলেও সেগুলো অপ্রতুল বলছেন দুর্গতরা।

এদিকে, নোয়াখালিতে এখনও জলমগ্ন ৭ উপজেলা। কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই।