শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

টুইট ডেস্ক: রবিবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল ফারাবীর আদালতে বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী একটি মামলা দায়ের করেছেন।

মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের হেফাজতে ইসলামের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে।

মামলার আবেদনকারী নিশ্চিত করেছেন যে, আদালত মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তবে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর বিষয়টি পরবর্তী আদেশের জন্য রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের আয়োজিত সমাবেশ শাপলা চত্বরে অনুষ্ঠিত হয়। রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানের মাধ্যমে সমাবেশকারীদের ছত্রভঙ্গ করে দেয়, যার ফলে সংঘাত ও নিহত হওয়ার ঘটনা ঘটে। মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর তথ্য মতে, ওই রাতে ৬১ জন নিহত হয়।

এ ঘটনায় ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খানকে সাইবার ট্রাইব্যুনালে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদিলুর রহমান খান বর্তমানে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।