ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধি, পাকিস্তানে শিক্ষার্থীদের বিক্ষোভ
টুইট ডেস্ক : ভর্তি পরীক্ষার ফি হঠাৎ বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেমেছেন পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তিতে ইচ্ছুক শিক্ষার্থীরা।
শুক্রাবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক ডন।
পাকিস্তানে মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা একই সঙ্গে হয়। এই পরীক্ষার নাম মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ অ্যাডমিশন টেস্ট (মেডিক্যাট)। চলতি বছর মেডিক্যাট পরীক্ষার ফি ৮ হাজার রুপি নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
আন্দোলনরত শিক্ষার্থীদের বক্তব্য, সরকারের এই সিদ্ধান্ত দরিদ্র পরিবার থেকে আসা শিক্ষার্থীদের জন্য মেডিকেল ও ডেন্টাল কলেজে পড়াশোনার সুযোগ বন্ধ করে দেবে। কারণ এই পরিমাণ ভর্তি ফি দরিদ্র শিক্ষার্থীদের জন্য যোগাড় করা খুবই কঠিন।
ভর্তি ফি কমানোর পাশাপাশি বেলুচস্তানে মেডিক্যাট পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং পাকিস্তানের সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চাকরির ক্ষেত্রে বেলুচিস্তানের জন্য পৃথক কোটারও দাবি জানিয়েছেন তারা।