রাজশাহীতে ফায়ার সার্ভিস স্টেশনে বোমা নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ফায়ার সার্ভিস স্টেশনে হাত বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরের কাশিয়াডাঙ্গা এলাকায় রাজশাহীর উত্তর ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশনে এ হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কেউ আহত হননি। তবে ফায়ার সার্ভিস স্টেশনের একটি জানালার কাচ ভেঙে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বৃষ্টি হচ্ছিল। এ সময় বিদ্যুৎও ছিল না ওই এলাকায়। এমন সময় দুর্বৃত্তরা রাস্তা থেকে ফায়ার স্টেশনের দিকে একটি হাত বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। সেটি ফায়ার সার্ভিসের একটি জানালার কাছে বিস্ফোরিত হলে কাচ ভেঙে যায়।
ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আবুল হাশেম বলেন, রাত আটটার দিকে বৃষ্টি হচ্ছিল। এমন সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। পরে রাতেই পুলিশের কর্মকর্তারা স্টেশনে এসে ঘটনাস্থল পরিদর্শণ করেন।
নগরের কাশিয়াডাঙ্গা থানার ওসি মনিরুজ্জামান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানতে পুলিশ অভিযান চালাচ্ছে। এতে একটি জানালার থাই কাচ ভেঙে গেছে। এ ছাড়া তেমন ক্ষতি হয়নি। এ ঘটনায় অজ্ঞাত আসামী করে মামলার দায়ের করা হয়েছে।