আটক পরীক্ষার্থীর জামিনে আইনি সহায়তা দেবে সরকার

টুইট ডেস্ক : কোটা আন্দোলন চলাকালে সহিংস ঘটনায় আটকদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী থাকলে তাদের জামিনের বিষয়ে সরকার আইনি সহায়তা দেবে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ না থাকলে তাদের জামিনের ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

আটক এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সরকারের আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।

এছাড়া আটক যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা দেওয়া হবে বরে জানা গেছে।