চট্টগ্রামে পুলিশের বাধা অতিক্রম করে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

প্রতীকি ছবি

টুইট ডেস্ক: চট্টগ্রামে আজ বুধবার পুলিশের বাধা উপেক্ষা করে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হত্যাকাণ্ড, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সকাল থেকেই আদালত ভবনের সব ফটকে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য মোতায়েন ছিল। আদালতে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি, বিচারপ্রার্থীরা হেঁটেই গেছেন। সকাল সাড়ে ১০টার দিকে আদালত ভবনের জহুর হকার্স মার্কেট-সংলগ্ন ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক–সংলগ্ন ফটক দিয়ে পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে প্রবেশ করেন। তাদের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীরাও যোগ দেন। তারা আদালত ভবনের সোনালী ব্যাংকের সামনে জড়ো হলে, আওয়ামীপন্থী আইনজীবীরা তাদের ওপরে উঠতে বাধা দেন। এতে মৃদু ধাক্কাধাক্কি হলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।