সাকিব-শরিফুলের বোলিং তোপে জিতল বাংলা টাইগার্স
টুইট ডেস্ক : লম্বা সময় ধরেই ব্যাটে-বলে নিজের ছায়া হয়ে আছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও জ্বলে ওঠতে পারেননি তিনি, এরপর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বর্তমানে খেলছেন গ্লোবাল টি-টোয়েন্টিতে।
কানাডার এই লিগে বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক তিনি, সেখানেও নিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছিলেন তিনি, হেরেছিল তাঁর দল। তবে দ্বিতীয় ম্যাচেই বল হাতে নিজের জাত চিনিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্সে দল পেয়েছে দারুণ এক জয়।
ভ্যানকুভার নাইটসের বিপক্ষে টসে হেরে এ দিন আগে ব্যাট করেছে বাংলা টাইগার্স। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাট করা ওপেনার রহমানুল্লাহ গুরুবাজ দ্বিতীয় ম্যাচে আউট হয়েছেন ৪ রান করেই, এর আগে আরেক ওপেনার মোহাম্মদ ওয়াসিম আউট হয়েছেন ০ রানে।
শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে এরপর পথ দেখিয়েছেন হজরতউল্লাহ যাজাই এবং পরগাত সিং। এ দুজনের ৪৬ রানের জুটির পর ইফতিখার আহমেদ খেলেছেন ৪০ বলে ৫০ রানের ইনিংস। সাকিব ব্যাট করতে নেমেছিলেন ৬ নম্বরে, তবে তিনি আউট হয়েছেন ২ রান করেই। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করেই।
ব্যাট হাতে অবদান রাখতে ব্যর্থ হলেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব। শুরুতেই ভ্যানকুভারের ওপেনার উসমান খাজা ডেভিড ওয়েইস সাজঘরে ফেরার পর সাকিবের বলে আউট হয়ে বিদায় নেন আরেক ওপেনার রেজা হ্যান্ড্রিক্স। এরপর সাকিবের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন আসিফ আলী।
এর আগে শরিফুল ইসলামের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে আউট হন ভ্যানকুভারের আরেক ব্যাটার মুনির আহমেদ। তবে ভ্যানকুভারের হয়ে দুর্দান্ত খেলেছেন হার্শ ঠাকুর। একপ্রান্তে আগ্রাসী ব্যাটিংয়ে ৬৭ বলে ৭৯ রান করেছেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন ডুয়েইন প্রিটোরিয়াস। তবে সাকিবের বলে ক্যাচ দিয়ে ২৫ বলে ২৯ রান করে আউট হন প্রিটোরিয়াস।
এরপর আর ম্যাচে ফেরা হয়নি ভ্যানকুভারের। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান করেই থামে দলটি। ফলে ২২ রানের জয় পায় বাংলা টাইগার্স। দলের হয়ে ৪ ওভার বল করে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। অপরদিকে শরিফুল ৪ ওভার বলে ১ উইকেট নিয়েছেন, ছিলেন দারুণ মিতব্য্যি, রান দিয়েছেন ১২।