ট্রাম্পকে হত্যাচেষ্টা: পদত্যাগ করছেন মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান

ফাইল ছবি

বিশ্ব ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের পরিচালক কিমবার্লি চিটল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে বিরোধী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন।

কিমবার্লি চিটল কংগ্রেস কমিটির কাছে স্বীকার করেছেন, ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা তাদের একটি বড় ব্যর্থতা ছিল। গত সোমবার কংগ্রেস কমিটির কাছে দীর্ঘ ছয় ঘণ্টা মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ১৩ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী প্রচারণায় এক বন্দুকধারীর গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প। তবে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের তৎপরতায় প্রাণে বাঁচেন সাবেক এ প্রেসিডেন্ট।

রয়টার্সের এক ভিডিওতে দেখা যায়, বন্দুকধারীর হামলার পরপরই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ধরেন। তার ডান কান থেকে রক্ত ঝরছিল এবং মুখমণ্ডলেও ছিল রক্ত। সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত তাকে সরিয়ে নেয় এবং পাশের একটি গাড়িতে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।