দশ দিনে গাজার ৮ স্কুলে হামলা, নিহত কয়েকশ’

টুইট ডেস্ক : অবরুদ্ধ গাজায় গেল দশ দিনে ৮টি স্কুলে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। হত্যা করা হয়েছে সেখানে আশ্রয় নেয়া কয়েকশ’ বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে। সবশেষ গাজা সিটির কায়রো স্কুলে হামলায় তিন শিশুসহ ৯ জন নিহত হয়।

ইসরায়েলের এই বর্বরোচিত হামলা যুদ্ধের সমস্ত নিয়ম ভঙ্গ করেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি।

ইসরায়েলি কার্যক্রমকে ইতিহাসের সবচেয়ে নথিভুক্ত গণহত্যা অভিহিত করেছেন ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর। এদিকে, ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছেন ৮১ ফিলিস্তিনি। এ নিয়ে ৯ মাসে ইসরায়েলি হামলায় প্রায় ৩৯ হাজার মানুষের প্রাণ গেছে।

অপরদিকে, পশ্চিম তীরে হত্যাযজ্ঞ এবং ধরপাকড় অব্যাহত রেখেছে নেতানিয়াহুর বাহিনী। জেনিন শরণার্থী শিবিরে নাগরিকদের হত্যার হুমকি দিয়ে লিফলেট বিলি করা হয়েছে।