কোটা আন্দোলনে সমর্থন জানাতে একাই রাজপথে নবম শ্রেণীর শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে রাস্তায় একাই দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী মহানগরীর এক স্কুল শিক্ষার্থী।

তার নাম কামরুন মনিরা। সে শহীদ নাজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত। মূলত কোটা আন্দোলনকারীদের সমর্থন জানাতে রাস্তায় নামেন তিনি।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে প্রায় ১০ টা পর্যন্ত নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনের রাস্তায় একটি পোস্টার হাতে নিয়ে অবস্থান নেয় ওই ছাত্রী।

মনিরা জানায়, কোটা বাতির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। বিশেষ করে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছে ছাত্রলীগ। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মনিরা আরও জানায়, স্বাধীন বাংলাদেশে কোটা প্রথার কোন জায়গা থাকতে পারে না। মেধাবীরা মুক্তি না পেলে ভবিষ্যৎয়ে দেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে।

এসময় তার হাতে লেখা পোস্টারে দেখা যায়, ‘কোটা প্রথা’, ‘নিপাত যাক’, ‘মেধাবীরা মুক্তি পাক।’