প্রধানমন্ত্রীর সাবেক কর্মচারী জাহাঙ্গীরের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) রোববার (১৪ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে। এছাড়াও, তাদের ব্যাংক হিসাব খোলার ফরমসহ যাবতীয় তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে উল্লিখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি চীন সফর নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থসম্পদের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। কী করে বানাল এত টাকা? জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি।’
জাহাঙ্গীর আলম, যিনি ‘পানি জাহাঙ্গীর’ নামে পরিচিত, নোয়াখালীর চাটখিল থানাধীন খিলপাড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকার সময় সুধা সদনের ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করতেন। পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেন।
দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন। তিনি নোয়াখালী ও রাজধানী ঢাকায় বিপুল সম্পদ গড়ে তুলেছেন, যার মধ্যে রয়েছে ঢাকার ধানমন্ডিতে স্ত্রীর নামে আড়াই হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট এবং নোয়াখালীর মাইজদী শহরের হরি নারায়ণপুরে আট তলা একটি বাড়ি। সংসদ সদস্য হওয়ার জন্য নোয়াখালীতে বিপুল অর্থ ব্যয় করেছেন তিনি।
জাহাঙ্গীর আলম বিভিন্ন সময়ে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতেন এবং যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিশাল বহর নিয়ে সভা-সমাবেশ করতেন এবং এসব সভা-সমাবেশের জন্য লাখ লাখ টাকা খরচ করতেন।