স্টারবাকস রেড কাপ ডে-তে কর্মীদের অবস্থান ধর্মঘট
বিশ্ব ডেস্ক : আমেরিকান কফি চেইন শপ স্টারবাকসের কর্মীরা বৃহস্পতিবার ‘রেড কাপ ডে’-তে ধর্মঘটে যোগ দিয়েছেন। রেড কাপ ডে উপলক্ষে স্টারবাকস তাদের গ্রাহকদের পুনরায় ব্যবহারযোগ্য কাপ প্রদানের মাধ্যমে নিজেদের প্রচারণা চালিয়ে থাকে।
এই আন্দোলনের মাধ্যমে কর্মীদের থেকে বাড়তি শ্রম আদায়ের দাবি করা হয়। এতে কর্মীরা বিপুল সংখ্যক ক্রেতাকে একই সময়ে কফি পরিবেশন করতে অধৈর্য হয়েছে বলে জানা গিয়েছে।
রেড কাপ ডে উপলক্ষে স্টারবাকস তাদেরকে ১০ হাজার পুনরায় ব্যবহারযোগ্য কাপ দিয়েছে। স্টারবাকস ওয়ার্কাস ইউনিয়নের পরিচালনায় এই আন্দোলনের কর্মীদের প্রধান চাওয়া কফি জায়ান্ট প্রতিষ্ঠানটিকে চাপ প্রয়োগের মাধ্যমে কর্মী সংখ্যা বাড়ানো হয়েছে।
ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্তের ব্যাপারে ইউনিয়ন জানায়, কফি জায়ান্ট প্রতিষ্ঠানটি কর্মী নিয়োগ, সময়সূচি বা অন্যান্য সমস্যা নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়।
স্টারবাকস কর্তৃপক্ষ বলছে ইউনিয়ন তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় এবং কর্তৃপক্ষের চুক্তির প্রস্তাব কয়েক মাস ধরেই প্রত্যাখ্যান করছে।