ফাইনালে কোন জার্সি পরে খেলবেন মেসিরা?
টুইট ডেস্ক : কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার হাতছানি আর্জেন্টিনার। সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবেন মেসিরা।
স্বাভাবিকভাবে আর্জেন্টাইন ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছে, শিরোপা জয়ের লড়াইয়ে কোন জার্সি পড়ে খেলতে নামবে তাদের প্রিয় দল।
ফাইনালে কোনটি হবে মেসিদের জার্সি?
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদেনে বলা হয়েছে কোপা আমেরিকা ও বিশ্বকাপের শিরোপা জয়ের একই জার্সি পুনরাবৃত্তি করবে আলবিসেলেস্তারা।
তাদের চিরচেনা হোম জার্সি পড়ে ২০২১ সালে মারাকানায় কোপা এবং ২০২২ সালে কাতারে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। এমনকি ইতালির বিপক্ষে ফিনালেসিমায়ও সেই একই জার্সি পড়েছিলেন মেসি-ডি মারিয়া। তিন ফাইনালে শিরোপা জেতে আলবিসেলেস্তারা।
শিরোপা জয়ের মঞ্চে সেই চিরচেনা আকাশী-নীল এবং সাদা জার্সি পড়ে মাঠে নামবেন মেসিরা। সঙ্গে থাকবে সাদা শর্টস এবং সাদা মোজা। মজার বিষয় হচ্ছে পুরো আসরের সবগুলো ম্যাচে এই একই জার্সি পড়ে খেলেছেন আর্জেন্টিনার ফুটবলাররা।
তবে পরিবর্তন হবে গোলকিপার এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের জার্সির রং। তিনিসহ বেঞ্চে থাকা অন্য গোলকিপাররা সবুজ রংয়ের জার্সিটি পড়বেন। কারণ লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের স্মরণীয় ফাইনালেও একই জার্সি পড়েছিলেন তিনি।
এবারের আসরে শুধু কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে লাল রংয়ের জার্সিটি পড়েছিলেন আর্জেন্টাইন গোলকিপার। এ ছাড়া আসরে অন্য ম্যাচগুলোতে সবুজ রংয়ের জার্সি পড়তে দেখা যায় তাকে।
কলম্বিয়া তাদের চিনচেনা হলুদ জার্সি পড়ে ফাইনাল খেলতে নামবে। প্রশ্ন হল তাদের গোলকিপার ক্যামিলো ভার্গাসের জার্সি কেমন হবে? তিনি প্যারাগুয়ে ও কোস্টা রিকার বিপক্ষে সবুজ, ব্রাজিলের বিপক্ষে গোলাপী আর পানামা ও উরুগুয়ের বিপক্ষে বেগুনি রংয়ে জার্সি ব্যবহার করেছিলেন।