আবারও হতাশ করলেন সাকিব, হারলো নাইট রাইডার্স
টুইট ডেস্ক : সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চেনা ছন্দে ছিলেন না সাকিব আল হাসান। বিশ্বকাপ শেষে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে। তবে সেখানেও খুব একটা স্বস্তিতে নেই। এক ম্যাচ ব্যাট হাতে রান পেলেও বল হাতে প্রতিনিয়ত বিবর্ণ টাইগার এই অলরাউন্ডার।
নিজের বাজে সময় কাটিয়ে এখনো জ্বলে উঠতে পারছেন না সাকিব। বুধবার বল হাতে খরুচে দিনে ব্যাটিংয়েও থিতু হতে পারেননি।
লস এঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে সিয়াটোল ওরকাসের বিপক্ষে ব্যাট হাতে এদিন ৭ বলে করেন ৭ রান সাকিব। পরে বোলিংয়ে ২ ওভারে দেন ২৩ রান। সাকিবের এমন মলিন দিনে তার দল হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করে জেসন রয়ের ঝোড়ো অর্ধ-শতকে ১৬৮ রান করেছিল লস এঞ্জেলস। জবাবে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটনের ৬৬ বলে ১০৩ রানের বিধ্বংসী সেঞ্চুরি আর কুইন্টন ডি ককের ৪৬ বলে ৫১ রানের ইনিংসে এক বল আগেই ওই রান পেরিয়ে ৯ উইকেটে জিতে যায় সিয়াটল।
মেজর ক্রিকেট লিগে তিন ম্যাচ খেলে এখনো কোনো ম্যাচেই বোলিং কোটা পূরণ করতে পারেননি সাকিব। বিপরীতে রান বিলিয়েছেন দেদারসে।