বিপৎসীমার উপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
টুইট ডেস্ক : অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি ১২ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি সোমবার সকাল ৯ টায় বিপদ সীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীর তীরবর্তী ও চরাঞ্চলে নতুন করে পানি প্রবেশ করেছে। ইতিমধ্যে বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নের হরিচরণ শর্মা, আজমখাঁ, হয়বত খাঁ, বিশ্বনাথের চর, চরগনাই, ঢুষমারা, চর রাজিব, গোপিঙ্গা, গদাই, পাঞ্জরভাঙ্গা, তালুক শাহবাজপুরসহ চরাঞ্চলের ১১টি গ্রাম তলিয়ে গেছে। প্রায় ১২ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
বন্যার পানিতে শত শত হেক্টর জমিতে থাকা বাদাম ও মরিচের ক্ষেত তলিয়ে গেছে। প্রবল বেগে পানি প্রবেশ করায় হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধে আশ্রয় নিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুপুরের পর পানি আরও বৃদ্ধি পেতে পারে।