হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৮ ইসরায়েলি সেনা আহত
টুইট ডেস্ক : লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের ১৮ সেনা আহত হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (৩০ জুন) এই হামলা হয় বলে জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রোববার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ।
এরমধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। এতে ১৮ সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। বাকিদের অবস্থা ভালো আছে বলে দাবি করেছে আইডিএফ।
দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত কয়েকদিন ধরে বিস্ফোরক বোঝাই ড্রোন, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মুহূর্মুহু রকেট ছুড়ছে হিজবুল্লাহ।
রোববারের ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানপন্থি হিজবুল্লাহ। তারা জানিয়েছে, এদিন সকালে লেবাননে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে এটির জবাব দিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এর পরের দিন থেকেই ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহও। যুদ্ধের শুরুর দিকে হিজবুল্লাহর হামলা অনেকটা সীমিত ছিল। কিন্তু গত দুই মাস ধরে এটির তীব্রতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
ইসরায়েল হুমকি দিয়েছে হিজবুল্লাহ যদি এসব হামলা না থামায় তাহলে লেবাননে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করবে তারা।