চাপের মুখে বাইডেন, জোরালো হচ্ছে সরে দাঁড়ানোর দাবি
টুইট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কে দুর্বল পারফরম্যান্সের কারণে চাপের মুখে পড়েছেন জো বাইডেন। বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি খোদ দলীয় নেতারাও তাকে সরে দাঁড়ানোর দাবি জোরালো করছে। বাড়ছে আর্থিক ঝুঁকিও।
রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রেসিডেনসিয়াল বির্তকে বাইডেনের পারফরমেন্স নিয়ে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে চলছে আলোচনা।
নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ডের পর এবার আটলান্টা জার্নাল, ফিলাডেলফিয়া ইনকোয়েরারসহ বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম বাইডেনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।
উদ্বিগ্ন বাইডেনের ডোনার বা অর্থদাতারাও। বছরের শুরুতে চাঁদা তোলার ক্ষেত্রে বাইডেন অনেকটা এগিয়ে থাকলেও এখন তার অবস্থান পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
তবে বাইডেন শিবির বলছে, বিতর্কের পর ভালো চাঁদা উঠেছে। আগামী মাসে যদি তহবিল সংগ্রহ কম হয়, তখন সংকট শুরু হবে বলে মনে করছেন ডেমোক্র্যাটরা।