উদ্বোধনের আগেই বিহারে ভেঙে পড়ল সেতু
টুইট ডেস্ক : বিহারে ফের সেতু বিপর্যয়। মঙ্গলবার আরারিয়া জেলার বাকরা নদীর উপরে নির্মাণাধীন একটি সেতুর একাংশ ভেঙে পড়েছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি। জানা গেছে, ১২ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল ওই সেতু। কিন্তু উদ্বোধনের আগে তা ভেঙে পড়ল।
ওই এলাকার বিধায়ক বিজয় কুমার ভারতীয় একটি সংবাদ সংস্থাকে জানান, সেতুটি ভেঙে পড়ার পেছনে নির্মাণ সংস্থার মালিকের গাফিলতি রয়েছে। আমাদের দাবি, প্রশাসন পুরো বিষয়টি তদন্ত করে দেখুক। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেতুটির প্রধান অংশই ভেঙে পড়েছে।
এরইমধ্যে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেতুটির ভিডিও। তাতে দেখা গেছে কীভাবে সেতুটি ভেঙে পড়ার পর ধ্বংসাবশেষ দ্রুত বইতে থাকা বাকরা নদীর পানিতে ভেসে যাচ্ছে। আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, উপস্থিত জনতা কীভাবে ভেঙে পড়া অংশের কাছে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছেন।
বিহারে এই ধরনের সেতু বিপর্যয় নতুন কিছু নয়। এর আগে গত মার্চেই রাজ্যের সুপালে একটি নির্মাণাধীন সেতু ভেঙে পড়েছিল। তারও আগে ভাগলপুরে একইভাবে দুর্ঘটনা ঘটে।