রাজশাহীতে টাইলস মিস্ত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে টাইলস মিস্ত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মাস্টারিং ম্যাসনরি নামের এক কর্মশালা । যেখানে সিরামিক শিল্পীদের টাইল এডহেসিভ ব্যবহার করে কিভাবে ওয়াল ও ফ্লোর টাইলস, সিরামিকের ক্ল্যাডিং, সিরামিকের রুফ টাইলস স্থাপন করতে হয় সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় ।

শনিবার বিকেলে নগরীর উশহরে আবিস্থত এক রেস্তোরাঁয় এ কর্মশালার আয়োজন করে মিরপুর ও খাদিম সিরামিকস । পরে প্রশিক্ষণের ওপর ভিত্তি করে সিরামিক শিল্পীদের মাঝে প্রশিক্ষণের সনদ তুলে দেওয়া হয় ।

কর্মশালায় বক্তারা টাইল এডহেসিভ ব্যাবহার এর নিয়ম এবং ব্যাবহার পদ্ধতি নিয়ে আলোচনা করেন। জানান, টাইল এডহেসিভ এক বিশেষ ধরনের বালি আর সিমেন্টের মিক্স । এর সাথে শুধুমাত্র পানি মিশিয়ে সাথে সাথে সিরামিকের নির্মাণ কাজে ব্যবহার করা যায়। আর কিউরিং করার প্রয়োজন হয় না বলে টাইলস স্থাপনে বাইরের দেশে এর চাহিদাও অনেক বেশি । অতিরিক্ত ময়লা উৎপাদন করে না বলে পরিবেশকেও রাখে সুরক্ষিত।

প্রশিক্ষণ শেষে টাইলস মিস্ত্রীরা জানান, এটা যেমন ব্যাবহারে সুবিধা তেমনি সিমেন্ট বালুর ক্ষতিকর দিক থেকে এটা রক্ষা করে ।

প্রসঙ্গত, রাজশাহীতে প্রথমবারের মত রানিবাজারে কিছুদিন আগে মিরপুর ও খাদিম সিরামকস তাদের ডিসপ্লে ও সেল্স সেন্টারের উদ্বোধন করে।