গাজায় কোনো জ্বালানি প্রবেশ করবে না : ইসরাইল
বিশ্ব ডেস্ক : গাজায় কোনো জ্বালানি প্রবেশ করবে না বলে ঘোষণা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। শনিবার ফিলিস্তিনিদের উদ্দেশ্য করে তিনি এ ঘোষণা দেন।
ড্যানিয়েল হাগারি বলেন, অবরুদ্ধ গাজার দক্ষিণ গাজায় মানবিক সাহায্য যাবে। কিন্তু তিনি জোর দিয়ে বলেন, গাজায় কোনো ধরনের জ্বালানি প্রবেশ করবে না। খবর আল-জাজিরা’র।
মিসর ও গাজার মধ্যে রাফাহ ক্রসিং খোলার পর এক সংবাদ সম্মেলনে হাগারি সাংবাদিকদের বলেন, শুধু খাদ্য, পানি এবং চিকিৎসা সহায়তা গাজায় প্রবেশ করতে দেওয়া হবে।
শনিবার সকালে ফিলিস্তিনের মিসর সংলগ্ন রাফাহ সীমান্তের গেট খুলে দেওয়ার পর গাজায় প্রবেশ করতে শুরু করেছে ত্রাণ সহায়তা বহনকারী ট্রাক। ইসরাইল মিসর থেকে রাফাহ সীমান্তের দক্ষিণ গেট দিয়ে গাজায় খাদ্য, পানি ওষুধ বহনকারী সর্বোচ্চ ২০টি ট্রাক প্রবেশ করতে দিতে রাজি হয়েছে।
রেড ক্রিসেন্টের মানবিক সহায়তা কর্মীরা বারবার বলে আসছেন, এই ২০টি ট্রাকের ত্রাণ সহায়তা চাহিদার তুলনায় খুবই সামান্য যাকে ‘সমুদ্রে এক ফোটা পানির সমতুল্য’ হিসেবে অভিহিত করেছেন তারা।
গত ৭ অক্টোবর হামাসের রকেট হামলার পর ইসরাইল বিমান হামলা শুরু করে। ইসরাইলি সামরিক বাহিনী গাজা অবরোধ করায় হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলে অন্যান্য প্রবেশপথগুলো বন্ধ রয়েছে।