বাবা দোষী সাব্যস্ত, ইভাঙ্কা ট্রাম্পের আবেগী পোস্ট
টুইট ডেস্ক : ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
রায়ের কয়েক ঘণ্টা পর ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প শৈশবে তার বাবার সঙ্গে তোলা একটা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার ( ৩০ মে) নিউইয়র্কের একটি আদালত এ রায় দেন। ওই মামলায় আনা ৩৪টি অভিযোগের সব কটিতেই দোষী প্রমাণিত হয়েছেন রিপাবলিকান এই নেতা।
রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাবাকে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন ইভাঙ্কা ট্রাম্প।
শৈশবে বাবার সঙ্গে থাকা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে ইভাঙ্কা লিখেছেন, ‘বাবা আমি তোমাকে ভালোবাসি।’ সাথে একটি লাভ ‘ইমোজি’ দেয়া হয়।
এদিকে রায় ঘোষণার পর বিচারকে অন্যায্য দাবি করে ট্রাম্পের শীর্ষ আইনজীবী উইল স্ক্যার্ফ ফক্স নিউজকে বলেন, সাবেক প্রেসিডেন্টের আইনি দল আপিলের সব বিকল্পগুলো পর্যালোচনা করে দেখছে। তিনি বলেন, এই মামলার সবগুলো দিকই আপিলের উপযুক্ত, যতটা দ্রুত পারি আমরা আপিল করতে যাচ্ছি।
ট্রাম্পের আইনি দলের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য টড ব্লাঞ্চে বলেন, তার মক্কেল ন্যায়বিচার পাননি। তিনি বলেন, এক বছর ধরেই আমরা বলে আসছি যে ম্যানহাটনে আমরা ন্যায়বিচার পাচ্ছি না।
তার অভিযোগ ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন ট্রাম্পকে ধ্বংস করার লাইফ মিশনে নেমেছেন। তিনি বলেন, এখানে কিছু লোক ছিল যাদের বিচারে সাক্ষী করা উচিত হয়নি।
আগামী ১১ জুলাই এ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। সাবেক এ প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে। তবে আইনজ্ঞরা বলছেন, ট্রাম্পকে জরিমানা করার সম্ভাবনাই বেশি।