‘আমি জাতীয় দলে খেলবই’: পরাগ
টুইট ডেস্ক : সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের মিডল অর্ডারে নজর কেড়েছেন রিয়ান পরাগ।
ধারবাহিক পারফর্ম করেও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি। তবে এক দিন তিনি ভারতীয় দলে সুযোগ পাবেন বলে মনে করেন আত্মবিশ্বাসী পরাগ।
বাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পরাগ বলেন, ‘কোনো না কোনো সময় তো আমাকে নিতেই হবে। তাই না? আমার বিশ্বাস আছে। এক দিন আমি ভারতীয় দলে খেলবই। কখন জানি না। সেটা নিয়ে আমি ভাবছি না।’
আগের কয়েকটি মৌসুমে আইপিএলে সুযোগ পেলেও নিজের সেরাটা দিতে পারেননি পরাগ। কিন্তু তখনও ভারতীয় দলে খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন এই ব্যাটার।
তখন তিনি বলেছিলেন, ‘যখন রান করতে পারছিলাম না, তখনও একটা সাক্ষাৎকারে বলেছিলাম, আমি ভারতের হয়ে খেলব।
আমার নিজের উপর বিশ্বাস রয়েছে। আমি অহঙ্কার করছি না। কিন্তু যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি সে দিন থেকে একটাই লক্ষ্য আছে। সেই লক্ষ্য এক দিন পূরণ হবেই।’
সর্বশেষ আইপিএলে ১৬ ম্যাচে ৫৭৩ রান করেছেন পরাগ। ১৪৯.২১ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। চারটি অর্ধশতরান করেছেন। সেরা রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে থেকে আসর শেষ করেছেন তিনি।
পরাগের এই ধারাবাহিকতার পরে সুনীল গাভাস্কারের মতো সাবেক ক্রিকেটার বলেছেন, তিনি পরাগকে ভারতীয় দলে দেখতে চান। সেই বিশ্বাস রয়েছে পরাগেরও।