মধ্যপ্রাচ্যের হামাস-ইয়ারায়েল যুদ্ধে বিশ্বব্যাপী ফ্লাইট বুকিং কমছে

টুইট ডেস্ক : ট্রাভেল অ্যানালাইসিস ফার্ম ফরওয়ার্ডকিসের প্রতিবেদনে জানা গিয়েছে যে, ইয়ারায়েল-হামাস যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে বিমান চলাচলে নেতিবাচক প্রভাব পড়ছে ফলে বিশ্বব্যাপী ফ্লাইট বুকিং কমেছে।

তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, হামাস-ইয়ারায়েল যুদ্ধের পর আন্তর্জাতিক ফ্লাইট বুকিং হারে প্রমাণিত মন্দ দেখা গিয়েছে। ৭ অক্টোবর হামলার এক দিন আগের তিন মাসের সর্বশেষ বৈশ্বিক বিমান ভ্রমণ ২০১৯ এর চেয়ে ৯৫ শতাংশ বেশি ছিল বলে জানিয়েছেন ফরওয়ার্ডকিস।

এই পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের যাত্রীরা ভ্রমণ কমাচ্ছেন। হামাসের হামলার পরের তিন সপ্তাহে বিশ্বব্যাপী ফ্লাইট বুকিং ২৬ শতাংশ হ্রাস পেয়েছে।

একেবারে হামাস-ইয়ারায়েল যুদ্ধে ইয়ারায়েলে হৃদয়বিদারক ক্ষতি হওয়ার কারণে অনেক বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে, অনেক অঞ্চলেও ভ্রমণের জন্য ভোক্তাদের আস্থা কমিয়ে দিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ হয়েছে, ‘ইয়ারায়েল-হামাস যুদ্ধে ইয়ারায়েল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এই অঞ্চলে ফ্লাইট বাতিলের ক্ষেত্রে ইয়ারায়েলের পরই রয়েছে সৌদি আরব, জর্ডান, লেবানন ও মিশর।’

বিমান ভ্রমণ কমানোর মাধ্যমে কোভিড পরে আন্তর্জাতিক ভ্রমণে বৈশ্বিক পুনরুদ্ধারের প্রভাবে বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক ফ্লাইট বুকিং গড়ে ৫ শতাংশ কমেছে।