অসহযোগ আন্দোলনের প্রস্তুতি বিএনপির
টুইট ডেস্ক : টানা পঞ্চমবারের মতো আগামী বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।
এর আগে ২৮ অক্টোবর মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের পর দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। এরপর শুক্রবার ও শনিবার বাদে সপ্তাহের পাঁচদিনের মধ্যে দুই দিন করে চারদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে আসছে। সবমিলিয়ে বিএনপি এর আগে চার দফায় নয়দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করেছে। খবর- ডয়চে ভেলে
সামনে বিএনপির কী ধরনের কর্মসূচি আসছে? একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণা হলে ঢাকা ঘেরাও ও ‘অসহযোগ’ আন্দোলনের কর্মসূচি নিয়েই ভাবছেন বিএনপি নেতারা।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘এখনই ঠিক করে বলা যাবে না, আমরা কী কর্মসূচি দেবো। প্রয়োজন অনুযায়ী কর্মসূচি দেওয়া হবে। আগে তফসিল হোক, সেটা দেখেই সিনিয়র নেতারা বৈঠক করেই কর্মসূচি চূড়ান্ত করবেন।’
‘অসহযোগ’ বা ‘ঢাকা ঘেরাও’-এর কোনো কর্মসূচি আসছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘আসতে পারে। পরিবেশ পরিস্থিতি বুঝেই আমরা চূড়ান্ত করব। জনগণকে সঙ্গে নিয়ে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে।’
এখন পর্যন্ত হরতাল ও অবরোধের যে কর্মসূচি বিএনপি পালন করেছে, তাতে কতটুকু সফলতা এসেছে? জানতে চাইলে রিজভী আহমেদ বলেন, ‘আমরা মনে করি পুরোপুরি সফল। সরকার যে ধরনের নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তার মধ্যেও জনগণ যে সহযোগিতা করছে তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট। সরকার বাস চালানোর চেষ্টা করছে, কিন্তু জনগণ ঘর থেকে বের হচ্ছেন না। ফলে বাসেও যাত্রী হচ্ছে না, এই কারণে বলছি, আমরা পুরোপুরি সফল। আমাদের আন্দোলনে জনগণ সমর্থন দিচ্ছে। সামনের দিনেও আমরা সফল হবো ইনশাল্লাহ।’
সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনে এসে গ্রেপ্তার এড়ানোর কৌশল নিয়েছে বিএনপি নেতারা। এ কারণেই চলমান হরতাল-অবরোধে রাজপথ থেকে দূরত্ব বজায় রেখেছেন অনেকে। সাময়িক গা ঢাকা দেওয়া নেতারাও তফসিল ঘোষণা হলে চূড়ান্ত আন্দোলনে মাঠে নামবেন।
বিএনপির মধ্যম সারির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তফসিলের পরদিন ‘অসহযোগ’ আন্দোলনের ঘোষণা আসতে পারে। তখন আন্দোলন আরও জোরদার করা হবে। পালিয়ে থাকা নেতা-কর্মীরাও তখন মাঠে নামবেন। সর্বশক্তি নিয়েই তারা মাঠে নামবেন।
এ দফায় প্রথমেই গ্রেপ্তার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপনসহ দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতা।
এছাড়া গত কয়েকদিনে সারাদেশে আট হাজারের বেশি বিএনপি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে দাবি দলটির। এমন পরিস্থিতিতে গ্রেফতার এড়িয়ে আন্দোলন জোরদারে কৌশলী বিএনপি।
বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, তফসিল ঘোষণা পরবর্তী কর্মসূচি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলা এমনকি গুরুত্বপূর্ণ ইউনিটের নেতাদের পরামর্শ নিচ্ছেন। এছাড়া জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও গণঅধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে কথা হয়েছে বিএনপির হাইকমান্ডের। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি ইসলামী দলকে তফসিলকেন্দ্রিক আন্দোলনে পাশে চায় বিএনপি।
বিএনপির মাঠ পর্যায়ের নেতারা সচিবালয় ঘেরাও, নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দেওয়ার কথাও বলেছেন। পাশাপাশি জেলা ও উপজেলায় হরতাল-অবরোধ পালনে কঠোর নির্দেশনা দিচ্ছে দলটি। সারাদেশ থেকে রাজধানী বিচ্ছিন্ন করতে সব ধরনের পদক্ষেপ নেবে বিএনপি। ঘরে বসে গ্রেফতার না হয়ে তখন রাজপথে গ্রেফতার হওয়ার ব্যাপারেও নির্দেশনা আসবে দলের হাইকমান্ডের। এছাড়া বড় শোডাউন দেওয়ার পরিকল্পনা নিতে পারে তারা।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ‘বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন যারা বাইরে আছেন তারা কর্মসূচি সফল করতে কাজ করছেন। অবরোধ পালনে রাজপথেই আছেন নেতাকর্মীরা। সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতা-কর্মীরা ঘরে ফিরবে না। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো পরিস্থিতিতে আমরা মাঠ ছাড়বো না। যেকোনো মুহূর্তে রাজপথে শুধু নেতা-কর্মীরাই নন, জনতার বাঁধভাঙা জোয়ার দেখা যাবে। জনতার বিজয় সুনিশ্চিত।’
বিএনপির কর্মসূচিতে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্নস্থানে বাসে আগুন দেওয়া হচ্ছে। আগুনের বেশিরভাগ ঘটনাই ঘটছে রাজধানীতে। ফায়ার সার্ভিস গত ২৮ অক্টোবর থেকে ১৩০টিরও বেশি বাসে আগুনের কথা জানিয়েছে। যদিও এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে বিএনপিকে দায়ী করা হলেও রিজভী আহমেদ দাবি করছেন ‘সরকারের এজেন্সি’ দিয়ে এসব ঘটনা ঘটিয়ে তাদের দলের নেতাকর্মীদের বদনাম করার চেষ্টা করা হচ্ছে।