রাফায় হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি: বাইডেন
টুইট ডেস্ক : রাফায় হামলা চালালে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার (8 মে) প্রথমবারের মতো প্রকাশ্যে এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে ইসরায়েলকে বেশ কিছু অস্ত্রের চালান বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভাকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, গাজার জনবহুল এলাকায় অভিযান চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে নেতানিয়াহু সরকার। তবে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনায় রাখছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র এরইমধ্যে ইসরায়েলে কয়েক হাজার বোমার চালান দু’সপ্তাহের জন্য স্থগিত করেছে। ঘনিষ্ঠ মিত্র দেশের এ পদক্ষেপে হতাশা প্রকাশ করেছে ইসরায়েল।
এদিকে, ইসরায়েলকে রাফাহ শহরে হামলা চালানো থেকে বিরত রাখতে ডেমোক্র্যাটদের চাপের মধ্যে রয়েছেন বাইডেন। এছাড়া, দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসের ক্রমবর্ধমান ফিলিস্তিনপন্থি বিক্ষোভ বাইডেনের জন্য এই পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন করে তুলেছে।
এরমধ্যেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে রাফা ও গাজায়। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি।