এবার জেলেনস্কির নাম রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায়

টুইট ডেস্ক : এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাম রাশিয়ায় ওয়ান্টেড তালিকায়। এমনকি তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলাও করেছে রাশিয়া। শনিবার (৪ মে) রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেজের তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাস। তবে তাসের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণের শুরু থেকে বেশ কয়েকজন ইউক্রেনীয় ও ইউরোপীয় রাজনীতিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাশিয়া।

এর আগে ফেব্রুয়ারিতে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস, লিথুয়ানিয়ার সংস্কৃতিমন্ত্রী ও লাটভিয়ার আগের সরকারের কয়েকজন পার্লামেন্ট সদস্যকে ওয়ান্টেড তালিকায় রেখেছিল রাশিয়া। মূলত সোভিয়েত আমলের একটি ভাস্কর্য ধ্বংসের অভিযোগে তাদের এই তালিকায় রাখা হয়।

গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর প্রসিকিউটরের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মস্কো। এই প্রসিকিউটর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় পরোয়ানা জারির উদ্যোগ নিয়েছিলেন।